পোস্টগুলি

সেপ্টেম্বর ৩, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার কষ্ট

ছবি
✎ কিছু কিছু পরিস্থিতি খুবই কঠোর হয়ে যায়,,, সেইসব পরিস্থিতিতে নিজেকে খুবই অসহায় মনে হয় | কেউ কেউ এসব পরিস্থিতিতে নিজেকে ধরে রাখতে পারে না; চিৎকার করে দুনিয়াকে জানিয়ে দেয় "আমি ভাল নেই!" আর কেউ কেউ এসব পরিস্থিতিকে এমনভাবে সামাল দেয় যে তার একান্ত ঘনিষ্ঠ জনও বুঝতে পারে না যে সে কষ্টে আছে.... হয়তবা তার ও ইচ্ছা করে চিৎকার করে তার কাছের লোকগুলোকে বলতে যে সে ভাল নেই; কিন্তু সে তা পারে না, তার আপনজনদের সুখের কথা ভেবে... সেও আর এক পরিস্থিতি!!! আসলেই, # অনুকুল_পরিস্থিতিই মানুষের ধৈর্যের পরিচায়ক |