পোস্টগুলি

সেপ্টেম্বর ৮, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বন্ধুত্বের রসায়ন

ছবি
আসলে বন্ধুত্বের রসায়নটা কেমন হয় আমি  নিজেই জানি না । তবে এটুকু বলতে পারি নিঃসঙ্গতা কাটানোর জন্য, বিপদে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত বন্ধু । প্রকৃত বন্ধুই পারে আত্মার আত্মীয় হয়ে কিছুক্ষণের জন্য হলেও দুঃখ-কষ্টকে ভুলিয়ে রাখতে। তবে মানুষ চেনা সহজ নয়। বন্ধু চেনা আরো কঠিন। বিশ্বাস রাখার মতো বন্ধু এই সময়ে খুঁজে পাওয়া সত্যিই কঠিন কাজ ।  আবার জীবনে চলতি পথে অনেক ধরনের বন্ধু পাওয়া যায় পাড়ার/মহল্লার ছোট বেলার বন্ধু স্কুল/ কলেজের বন্ধু আবার কর্ম জীবনে কাজের যায়গাতেও বন্ধু হয় । তেমনি এক Corporate জগতের বন্ধুর সাথে আমার ছবি । ব্যস্ততা কিংবা জীবন ধারার অদল-বদলের কারণে অনেক বন্ধুকে হয়তো নেহাত অনিচ্ছাতেই আমরা হারিয়ে ফেলি।> শিল্পী পার্থর কন্ঠে গাওয়া গানে বোঝা যায় বন্ধুর সাথে দেখা হয় কারণে- অকারণে, মান-অভিমানে, সময়ে-অসময়ে, সুখে-দুখে সদা সর্বদা- “ দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপারগতায়”