জীবনের সারাংশ
আমার কিছু নেই, আহামরি কোন যোগ্যতাও নেই।ভাবলাম তাহলে কি
নিয়ে লিখবো? নিজের দিকে তাকিয়ে দেখি ভালোবাসা ছাড়া আমার আসলে কিছুই নেই। ওটা নিয়ে
দৌড়াতে লাগলাম জীবনের কক্ষ পথে । পথ চলতে চলতে আজ আমি ক্লান্ত । নিজের স্বপ্নগুলো আজও
বহুদূরে ।Corporate চাকর আমি পেটের দায়ে-মাস আনি
মাস খাই।মাঝে মাঝে মনের ভাবনাগুলো নড়াচড়া করে উঠলে facebook কে লিখা লিখি করি।
আমিতো অতি ক্ষুদ্র সাধারণ শান্ত একজন মানুষ,কম কথা বলতে ভালোবাসি,আর যারা বেশি বক বক করে তাদের সান্মিধ্য আমার অসহ্য লাগে। ছোট ছোট বিষয় থেকে আনন্দ নিতে বেশি ভালো লাগে,যেমন বৃষ্টি ভালো লাগে,গান ভালো লাগে,আরো অনেক ছোট ছোট ভালোলাগা আছে।
আমিতো অতি ক্ষুদ্র সাধারণ শান্ত একজন মানুষ,কম কথা বলতে ভালোবাসি,আর যারা বেশি বক বক করে তাদের সান্মিধ্য আমার অসহ্য লাগে। ছোট ছোট বিষয় থেকে আনন্দ নিতে বেশি ভালো লাগে,যেমন বৃষ্টি ভালো লাগে,গান ভালো লাগে,আরো অনেক ছোট ছোট ভালোলাগা আছে।
রাগ কি?এটা তেমন একটা বুঝি না,তবে বিপদে কাছের মানুষ আত্মীয়-স্বজনের কাছে কিছু আশা করলে
সে যদি ফিরিয়ে দেয় তখন নিজেকে অনেক অসহায় মনে হয়। মনে হয় আমি-ই হয়তো তার যোগ্য না,যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে,তাদেরকে আমি কতটুকু ফিরিয়ে দিতে পেরেছি সেটা বলতে পারবো না....!দুঃখ পেলে পুরনো স্মৃতি মনে করে সুখে থাকার চেষ্টা করি....
ছোট্ট জীবনে আমার তেমন কোন বন্ধু নেই বললেই চলে । ফেইসবুকে হাজারো অচেনা মূখের বন্ধু আছে বাস্তবে খুব একটা নেই,একা থাকতেই ভালো লাগে।কখনো কখনো স্বপ্ন দেখতে খুব বেশি ভালো লাগে-আমার কষ্টগুলো কাউকে বুঝতে দেইনা-আসলে কিভাবে বোঝাব-? ও রকম বন্ধু থাকলে ঠিকই বলতাম। এই তো আমি, -আমার কিছু অংশকে তুলে ধরার চেষ্টা করলাম ।পরে কিছু মনে পরলে আবার লিখবো....
সে যদি ফিরিয়ে দেয় তখন নিজেকে অনেক অসহায় মনে হয়। মনে হয় আমি-ই হয়তো তার যোগ্য না,যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে,তাদেরকে আমি কতটুকু ফিরিয়ে দিতে পেরেছি সেটা বলতে পারবো না....!দুঃখ পেলে পুরনো স্মৃতি মনে করে সুখে থাকার চেষ্টা করি....
ছোট্ট জীবনে আমার তেমন কোন বন্ধু নেই বললেই চলে । ফেইসবুকে হাজারো অচেনা মূখের বন্ধু আছে বাস্তবে খুব একটা নেই,একা থাকতেই ভালো লাগে।কখনো কখনো স্বপ্ন দেখতে খুব বেশি ভালো লাগে-আমার কষ্টগুলো কাউকে বুঝতে দেইনা-আসলে কিভাবে বোঝাব-? ও রকম বন্ধু থাকলে ঠিকই বলতাম। এই তো আমি, -আমার কিছু অংশকে তুলে ধরার চেষ্টা করলাম ।পরে কিছু মনে পরলে আবার লিখবো....

মন্তব্যসমূহ