উপদেশ
প্রতিটা কষ্টই মানুষকে শক্ত করে তোলে । নতুন করে চাপ নিতে শেখায় । আলোই যে শুধু মানুষকে পথ দেখায় এমন নয়, কালো আধারও কাউকে কাউকে পথ দেখায়। প্রত্যেকেরই জীবনে ছোট বড় গল্প থাকে। না পাওয়ার গল্প, কষ্ট পাওয়ার গল্প ,হাজারো চাপে একদিন সে ভেঙ্গে যায় না, অবেলায় চোখে পানি আসে না । ছোট বড় কষ্টগুলো নরম মানুষটাকে একদিন ইস্পাত বানিয়ে ফেলে। আবার অনেকেই ভেঙ্গে পড়ে, হারিয়ে যায় অতলে। সেই কষ্টের গল্প কেউ লেখে না। যে জীবনে একটি বারের জন্যও না খেয়ে থাকতে হয়নি, , অর্থের কষ্ট আসেনি, না পাওয়ার বেদনায় কান্না আসে নি সেটি আসলে জীবন নয়। জীবন টা আমাদের ধারনার চেয়েও বড়। শুধু দুই টাকায় যার ঈদ কাটাতে হয় নি, তার জীবনে পূর্নতা আসে নি। সবচেয়ে ভাল উপায় আপনি আপনার নিচের দিকে তাকাবেন। আপনার চেয়েও অনেক দু:খী মানুষ খুজে পাবেন । কখনই উপর তলার দিকে তাকাবেন না।ওখানে সুখ দু:খ খুজবেন না।
মন্তব্যসমূহ