অকৃতজ্ঞ
বেশীরভাগ মানুষ কোন দিন কারো উপকার স্বীকার করতে চায় না। হয়ত ভাবে এটাই তো স্বাভাবিক!!! আর এই ব্যাপারটা আমার জীবনের প্রতিটি মানুষের উপকারের বদলা হিসাবে পাওনা। কার জন্য যত কষ্টই করিনা কেন উপসংহারে একটা কথাই শুনি কিছুই তো কর নাই আমার জন্য আমাদের জন্য। সে রাস্তার অপরিচিত কেউ হউক, বন্ধু হউক, মা-বাবা হউক বা প্রিয়জনই হউক না কেন । আমি ও বুঝাতে পারিনা কি পরিমান কষ্ট স্বীকার করতে হয় আমার তাঁকে হেল্প করতে। না আমি চাই না ধন্যবাদ দিক আমাকে আমি কোন কিছু পাওয়ার জন্য কিছু করিনাই কিন্তু কয়েক গুন বেশী কষ্ট পাই যখন পুরাপুরি অস্বীকার করে। উপলব্ধি হয় নিঃসঙ্গতা, উপলব্ধি হয় মানুষগুলু কতটা স্বার্থপর।
কিন্তু!!!
আমি কি পারি তার জন্য, তাদের জন্য কিছু না করে থাকতে?না পারিনা, পারবনা যখন দেখি আমার কিছুটা কষ্ট স্বীকার করলে ওর বা ওদের অনেক বড় উপকার হবে (হয়ত ও বা ওরা এটা দেখতে ও পায়না) তখন সেটা আমি করবই, হয়ত কয়েক ঘণ্টা পর ও ব্যাপার টা ভুলে যাবে কিন্তু তার বা তাদের সেই তাৎক্ষণিক হাঁসি মুখটা দেখলে অসম্ভব সুখি মনে হয় নিজকে।
কিন্তু!!!
আমি কি পারি তার জন্য, তাদের জন্য কিছু না করে থাকতে?না পারিনা, পারবনা যখন দেখি আমার কিছুটা কষ্ট স্বীকার করলে ওর বা ওদের অনেক বড় উপকার হবে (হয়ত ও বা ওরা এটা দেখতে ও পায়না) তখন সেটা আমি করবই, হয়ত কয়েক ঘণ্টা পর ও ব্যাপার টা ভুলে যাবে কিন্তু তার বা তাদের সেই তাৎক্ষণিক হাঁসি মুখটা দেখলে অসম্ভব সুখি মনে হয় নিজকে।

মন্তব্যসমূহ